Naya Diganta

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৫। উল্লিখিত মৌলগুলোর-
i) সর্বশেষ স্তরে ১টি ইলেকট্রন আছে
ii) পারমাণবিক আকার ওপর থেকে নিচে ক্রমান্বয়ে হ্রাস পায়
iii) X মৌলটি Y মৌল অপেক্ষা বেশি সক্রিয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬। ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
ক) ১১৮টি খ) ১১৪টি
গ) ৯৮টি ঘ) ৮৪টি
৭। নিচের কোনটি মুদ্রা ধাতু?
ক) Au খ) Hg
গ) Na ঘ) Zn
৮। ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
ক) ১ম খ) ২য়
গ) ৩য় ঘ) ৪র্থ
৯। নিচের কোনটি আয়নীকরণ শক্তি বেশি?
ক) S খ) Si
গ) P ঘ) A1
১০। পারমাণবিক সংখ্যার ধারণা দেন কে?
ক) ম্যান্ডেলিফ
খ) নিউল্যান্ড
গ) মোসলে
ঘ) লুথার মেয়ার
১১। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক?
ক) P খ) Br
গ) Mg ঘ) Ca
১২। মারকারির প্রতীক কোনটি?
ক) Mr খ) Mg
গ) Mb ঘ) Hg
১৩। ক্ষার ধাতুর জারণ সংখ্যা কত?
ক) +২ খ) -১
গ) +১ ঘ) -২
১৪। কোনটি চ ব্লগ মৌল?
i) S ii) C iii) As
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৫। চার (৪) পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি?
ক) বেরিলিয়াম (Be) খ) বোরন (B)
গ) হিলিয়াম (He)
ঘ) কার্বন (C)
১৬। কে মৌলগুলোকে সর্বপ্রথম শ্রেণিবিন্যাস করেন?
ক) ল্যাভয়সিয়ে খ) লুথার মেয়র
গ) মেন্ডেলিফ ঘ) জন নিউল্যান্ড
১৭। অ্যাকটিনাইড বর্গে কয়টি মৌল বিদ্যমান?
ক) ১৪টি খ) ১৫টি
গ) ১৮টি ঘ) ৩০টি
উত্তর : ৫। গ, ৬। ঘ, ৭। ক, ৮। গ, ৯। গ, ১০। গ, ১১। ঘ, ১২। ঘ, ১৩। গ, ১৪। ঘ, ১৫। ক, ১৬। ক, ১৭। খ।