Naya Diganta
জানা অজানা

পিসার হেলানো মিনার

জানা অজানা
পিসার হেলানো মিনার

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো পিসার হেলানো মিনারের নাম শুনে থাকবে। এটি মধ্যযুগের একটি বিস্ময়কর স্থাপনা। এর অবস্থান ইতালিতে।
গোলাকৃতি এ মিনার আটটি তলায় বিভক্ত। এটি তৈরি করতে ব্যবহার করা হয় মার্বেল পাথর। প্রায় ৮৬৫ বছর আগে মিনারটি প্রতিষ্ঠা করা হয়। এ মিনারের উচ্চতা কত? ১৮৮ ফুট। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।