Naya Diganta

মুশফিকের রিভার্স সুইপ নিয়ে যা বললেন মুমিনুল

শনিবার মিরপুরে ট্রেনিং সেশনে মুশফিকুর রহিম।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে পুরোদস্তুর ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে এমন ধূসর সময় যে কারো যেতে পারে। তবে ওই সফরে মুশফিক আলোচনায় ছিলেন তার চিরায়ত রিভার্স সুইপ নিয়ে। গুরুত্বপূর্ণ সময়ে তার রিভার্স সুইপ আউট নিয়ে সমালোচনা উঠেছিল পুরোদমে।

সে সময় মুশফিকের পাশে দাঁড়িয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। সাপোর্ট দিয়েছিলেন সতীর্থকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে রান পাওয়ার লক্ষ্যে বেশ কাজ করে যাচ্ছেন মুশফিকুর রহিম। হেড কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য বলেই দিয়েছেন, এই সিরিজে মুশফিক দেখাবেন তার ক্যারিশমা। কতটুকু ক্যারিশমা তিনি দেখাবেন, তা সময়ই বলে দেবে।

তবে তার আগে শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আবারো আলোচনা উঠলো মুশফিকের সেই রিভার্স সুইপ নিয়ে। তার জবাবটা দিতে হলো ক্যাপ্টেন মুমিনুলকে। তিনি বলেন, ‘দেখেন এর আগে কিন্তু আমি সাপোর্ট দিয়ে কথাটা বলিনি। আমি বলেছি, সিচুয়েশন বুঝে খেলা। ওই সময়ে ওই সিচুয়েশনে উনি যদি মনে করে ঠিক হয় নাই, তাহলে উনি বুঝতে পারবেন। এটা আমার বলার দরকার নাই। তাহলে সবাই বুঝতে পারবে উনি শিখতে পারেননি।’