Naya Diganta

চিড়িয়াখানা

চিড়িয়াখানা

চিড়িয়াখানার কথা বলছি। তোমাদের অনেকেই চিড়িয়াখানায় গিয়ে থাকবে। এখানে বিভিন্ন ধরনের পশুপাখি প্রদর্শনের ব্যবস্থা থাকে। সত্যিকার অর্থে চিড়িয়াখানা হচ্ছে একধরনের ফাটক বা কারাগার, যেখানে জীবজন্তু বা পশুপাখি আটকে রাখা হয়। বলতে পারো, কোনো অপরাধ ছাড়াই এদের আটক করা হয়। এ আটকের উদ্দেশ্য হচ্ছে- জীবজন্তু সম্পর্কে মানুষকে ধারণা দেয়া। এতে মানুষ একই সাথে প্রাণী সম্পর্কে জানে এবং চিত্তবিনোদন করে। বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা রয়েছে ঢাকার মিরপুরে
তোমরা হয়তো চিড়িয়াখানায় গিয়ে আনন্দ পাও, তাই না? এতে পশুপাখিদের খাবার সরবরাহ করা হয়। তা সত্ত্বেও পশুপাখিরা সম্ভবত এখানে তেমন সুখ পায় না। কারণ তারা যে বন্দী! বন্দিদশায় অনেক পশুপাখি নির্জীব হয়ে পড়ে। আর এ কারণেই অনেক দেশের চিড়িয়াখানার পশুপাখিদের সঠিক পরিবেশমতো খোলা জায়গায় ছেড়ে দেয়া হয়। বড় খোলা জায়গায় পশুপাখিরা ইচ্ছেমতো ঘুরতে পারে। এ ধরনের চিড়িয়াখানাগুলোর মধ্যে রাশিয়ার নভোসাইবিরস্্ক্ ও লন্ডন চিড়িয়াখানার কথা বলা যেতে পারে। চিড়িয়াখানার ইংরেজি কী? তোমরা তো জানোই- Zoo.