Naya Diganta
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

ভা র তী য় লো ক কা হি নী

(গত দিনের পর)

ভাটির অনেক দূরে গিয়ে চুলগুলো এক শান বাঁধানো ঘাটে গিয়ে আটকে থাকে।
সেই শান বাঁধানো ঘাটে তখন গোসল করছিল নিকটবর্তী এক রাজপ্রাসাদের রাজপুত্র। চুলের গোছা ভেসে ভেসে তার কাছেই চলে আসে। সে হাত দিয়ে তুলে নেয় সেই চুলের গোছা। মনে মনে সে বলে, কোনো সুন্দরীর মাথার চুল এগুলো? সুঘ্রাণে যে মন প্রাণ ভরে গেল আমার। কারো মাথার চুলে এত ঘ্রাণ থাকে? অবাক হয় রাজপুত্র। গোসল শেষে চুলের গোছা নিয়েই সে প্রাসাদে ফিরে। এরপর নিজের খাস কামড়ায় গিয়ে আটকে দেয় নিজ ঘরের খিল।
রাজকন্যার এমন সুগন্ধী কালো চুলের গোছা দেখে রাজপুত্র ভালোবেসে ফেলে ‘না দেখা সেই কন্যাকে’। সেই থেকে খাওয়া-দাওয়া সব বন্ধ হলো তার। তার মুখে এখন শুধু একটাই জবান, ‘এই কন্যাকেই চাই আমি।’ এনে দাও এই কালো চুলের কন্যাকে। তাকে ছাড়া আমি আর খাবার মুখে তুলব না।
রাজা এলেন, রাণী এলেন। পুত্রকে অনেক অনুরোধ করলেন। খাবার খাওয়ানোর চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। (চলবে)