Naya Diganta

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের অভিযোগ

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের অভিযোগ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবারের লোভ দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরের পিতা একটি মামলা করেন।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামের আব্দুর রহিম (৫৫) পাশের গ্রামের এক প্রতিবন্ধী কিশোরকে প্রায় সময়েই কু-প্রস্তাব দিয়ে আসতেন। শনিবার আব্দুর রহিম ওই প্রতিবন্ধী কিশোরকে খাবারের লোভ দেখিয়ে নিজ বাড়ির একটি ঘরে নিয়ে বলৎকার করার চেষ্টা করেন। এ সময় কিশোর প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে বলৎকার করেন। বিষয়টি কিশোর তার পরিবারকে জানান। পরে ঘটনাটি পরিবারের লোকজন আব্দুর রহিমের পরিবার ও স্থানীয় লোকজনকে জানান। তারা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

জানা গেছে, কিশোরের বাবা স্থানীয়ভাবে মীমাংসা না পেয়ে বৃহস্পতিবার সকালে আইনি সহায়তা নিতে মামলা করেন। পরে ওই দিন সকালেই পুলিশ অভিযোগটি নথিভুক্ত করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। ওই কিশোরকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে এবং জবানবন্দির জন্য কোর্টে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।