Naya Diganta

ইউরোপীয় আসরে খেলার সুযোগ সৃষ্টি করল ফিওরেন্টিনা

ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যেই রোমার জালে দুই দফা বল পাঠিয়ে ইউরোপীয় আসরে খেলার সুযোগ সৃষ্টি করল ফিওরেন্টিনা।

সিরি এ লিগের ম্যাচে রোমাকে ২-০ গোলে হারায় বিজয়ী দল।

ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফিওরেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস গঞ্জালেজ। রিক কারসডর্পের ধাক্কায় তিনি পড়ে যাওয়ায় পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত রেফারি।

ছয় মিনিট পর রোমার রক্ষন ভেদ করে ডিবক্সে ঢুকে গিয়ে চমৎকার শটে গোল করেন গিয়াকোমো বোনাভেঞ্চুরা।

গত বৃহস্পতিবার লিস্টার সিটির সাথে ড্র করে রোমাকে ইউরোপা লিগের চুড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন কোচ হোসে মরিনহো। দায়িত্ব গ্রহনের পর তিনি ১১ ম্যাচ থেকে নয় পয়েন্ট এনে দিয়েছেন রোমাকে। তবে লিগে গত পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ক্লাবটি।

এদিকে গতকালের জয়ে টানা চার ম্যাচে জয়হীন থাকার বলয় থেকে বেরিয়ে এসেছে ফিওরেন্টিনা। এই জয়ে আটালান্টাকে টপকে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠেছে ক্লাবটি। যার ফলে তারা অংশ নিতে পারবে ইউরোপের তৃতীয় পর্যায়ের টুর্নামেন্ট ইউরোপা কনফারেন্স লিগে। দুই দলেরই পয়েন্ট সমান। যারা তিন পয়েন্টে পেছনে ফেলেছে প্রতিবেশী ল্যাৎসিওকে। এখন রোমের ক্লাব দুটি জায়গা করে নিয়েছে ইউরোপা লিগের দুই আসরে।

সূত্র : বাসস