Naya Diganta

রায়পুরায় রেললাইনের পাশের ঝোপ থেকে নারীর লাশ উদ্ধার

রায়পুরায় ঝোপ থেকে নারীর লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশের একটি ঝোপের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে রেললাইনের পাশের ঝোপ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। মৃত নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা নরসিংদী আঞ্চলিক সড়ক করিমগঞ্জ এলাকার সজল ভূইয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের রেললাইনের পাশে ঝোপে লাশটি দেখতে পান ফিলিং স্টেশনের নৈশপ্রহরী আব্দুল ওয়াহাব মিয়া।

তারা বলেন, আব্দুল ওয়াহাব স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা রায়পুরা থানা ও রেলওয়ে পুলিশকে খবর দেন। সীমানা জটিলতায় লাশ উদ্ধার কিছুটা বিলম্বিত হয়। পরে দুপুর ১২টায় রায়পুরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।

পুলিশের ধারণা, ট্রেনে কাটা পড়ে নয়, কেউ মেরে এখানে তার লাশ ফেলে চলে গেছে।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।