Naya Diganta

নিজের মৃত্যু সম্পর্কে ‘রহস্যময়’ টুইট ইলন মাস্কের

নিজের মৃত্যু সম্পর্কে ‘রহস্যময়’ টুইট ইলন মাস্কের

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান ইলন মাস্ক বরাবরই থাকেন আলোচনায়। সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার ক্রয় করেন তিনি। এবার নিজের মৃত্যু কিভাবে হবে সেটি জানিয়েছে ইলন মাস্ক। নিজের ভ্যারিফাইড টুইটারে ইলন লিখেছেন, তার মৃত্যু হবে ‘রহস্যময় পরিস্থিতিতে।’

এই টুইটের মাত্র কিছুক্ষণ আগেই তিনি এক রাশিয়ান কর্মকর্তার পোস্ট শেয়ার করেন। রাশিয়ান কর্মকর্তার ওই পোস্টে লিখেছেন– ইউক্রেনে অস্ত্র এবং সেনা পাঠাচ্ছে পেন্টাগন। আর ওই সেনা এবং অস্ত্র পাঠানোর সাথে ইলন মাস্ক জড়িত। তিনি আরো লেখেন, ‘আপনি (ইলন) যতই বোকা বানানোর চেষ্টা করুন, এর জন্য আপনিই দায়ী।’

পর পর এই দুটি পোস্টকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে, তবে কি ইলনকে প্রাণে মারার হুমকি দিচ্ছে রাশিয়া? এ ব্যাপারে ইলন কিছু স্পষ্ট করে না বলেলও তার দুটি টুইট থেকে তেমনটা মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে উপগ্রহের মাধ্যমে ব্রডব্যান্ড সেবা দিয়েছিল ইলনের সংস্থা স্পেসএক্স স্টারলিঙ্ক। সে কারণেই কি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পিছনে টেসলা সিইও-র হাত রয়েছে বলে মনে করছে রাশিয়া? ইলনের দুটি টুইটের পর সেই যুক্তিই উঠে আসছে।

সূত্র : আনন্দবাজার