Naya Diganta

ইসরাইলে ছুরি হামলায় নিহত ৩, আহত ৪

ছুরি হামলার ঘটনায় তদন্ত করছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী

ইসরাইলের তেল আবিব শহরের কাছে ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

এ বিষয়ে ইসরাইলি চিকিৎসকরা বলেছেন, বৃহস্পতিবার রাতে ইসরাইলের তেল আবিব শহরের কাছে সংঘটিত ওই ছুরি হামলায় কমপক্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, যারা ছুরি হামলায় অংশ নিয়েছিল তারা গাড়িতে করে পালিয়ে গেছে। ইসরাইলের তেল আবিব শহরের কাছে ইলাদ অঞ্চলে ওই হামলার ঘটনা ঘটে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী ওই এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে।

ইসরাইলি পুলিশ আরো বলেছে, ইসরাইলের স্বাধীনতা দিবসে এ উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে।

ইসরাইলে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডমের দেয়া তথ্য অনুসারে, ছুরি হামলার ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা শঙ্কাজনক।

টেলিভিশনে ইলাদ শহরের মেয়র এই বলে আহ্বান জানিছেন যে, ওই অঞ্চলের সকল অধিবাসীদের ঘরে অবস্থান করতে হবে, কারণ এখনো এলাকাটিতে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।

সূত্র : আল-জাজিরা