Naya Diganta

আজও ওঠে ঝড়

একটা বৈশাখী ঝড়, একটা অস্থির মন
কে এসে দিয়ে গেছে কখন মনে নেই।
তবে এই মনপাড়াতেই
এখনো পড়ে আছে তছনছ খেলাঘর।
এখনো গোঙানির শব্দ কানে আসে বাতাসের।
এখনো ভেজা পথে আছড়ে পড়ে দৃষ্টি
সেই তার চলে যাওয়ায়।

আজও ঝড় এলো, জ্বরও এলো
কেঁপে উঠল তৃষ্ণার্ত চাতকীর বৃত্তব্যাসার্ধ।
কেঁপে উঠল শীর্ণ শরীর,
পায়ের যুগল বন্ধনে বেজে উঠল শিকল।
ওরা আজ দৌড়াতে চায় কালবোশেখির বেগে
টুটতে চায় বিধিনিষেধের শৃঙ্খল।
একটা মন ভাঙবে তখন কোন ঝড়ে?