Naya Diganta

ইউক্রেন ইস্যুতে পোপের সাথে রাশিয়ান অর্থডক্স চার্চের দ্বন্দ্ব

পোপ ফ্রান্সিসের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে পোপের সাথে রাশিয়ান অর্থডক্স চার্চের দ্বন্দ্ব শুরু হয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অর্থডক্স চার্চের প্রধানের সমালোচনা করেন পোপ ফ্রান্সিস। এরপরই এ দ্বন্দ্ব শুরু হয়। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

ইউক্রেন যুদ্ধে পুতিনের অনুগত সেবক হিসেবে কাজ না করতে রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলকে আহ্বান জানান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস।

এ বিষয়ে ইতালির ‘কোরিয়ারে ডেলা সেরা’ পত্রিকাকে পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেন যুদ্ধে প্যাট্রিয়ার্ক কিরিল মূলত রাশিয়াকে সমর্থন করছেন। এভাবে পুতিনের অনুগত সেবক হিসেবে কাজ করতে পারেন না প্যাট্রিয়ার্ক কিরিল।

এরপরই রুশ অর্থডক্স চার্চের পক্ষ থেকে পোপ ফ্রান্সিসের সমালোচনা করা হয়। এ সময় ক্যাথলিক চার্চের প্রধানকে সাবধান করে বলা হয়, এমন ধরনের সমালোচনা হলে রুশ অর্থডক্স চার্চ ও ক্যাথলিক চার্চের মধ্যকার আলোচনা বাধাগ্রস্ত হবে।

রুশ অর্থডক্স চার্চ এ বিষয়ে বলেছে, রাশিয়ান অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের সাথে সরাসরি আলোচনা করার দেড় মাস পরে পোপ ফ্রান্সিসের এমন মন্তব্য করা ঠিক হয়নি। পোপ ফ্রান্সিস একটি ভুল সময়ে বাজে মন্তব্য করেছেন। রুশ অর্থডক্স চার্চ ও ক্যাথলিক চার্চের মধ্যে আলোচনা হওয়ার পরেও এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন