Naya Diganta

রুশ হামলায় ইউক্রেনীয় সাংবাদিক ভিরা হাইরিচ নিহত

ইউক্রেনীয় নারী সাংবাদিক ভিরা হাইরিচ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় সাংবাদিক ভিরা হাইরিচ নিহত হয়েছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভিরা হাইরিচ নিহত হন। নিহত এ ইউক্রেনীয় সাংবাদিক দেশটির রেডিও লিবার্টিতে কাজ করতেন।

যুক্তরাষ্ট্রের সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, এ ইউক্রেনীয় নারী সাংবাদিকের (ভিরা হাইরিচ) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কিয়েভের একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ থেকে তার লাশ খুঁজে পায় উদ্ধারকর্মীরা। ওই আবাসিক ভবনেই থাকতেন ভিরা হাইরিচ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের সময় রাশিয়ান সেনারা ওই ভবনে হামলা করে। গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করার জন্য।

ইউক্রেনীয় নারী সাংবাদিক ভিরা হাইরিচ যে ভবনে বাস করতেন তার পাশেই ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানা আছে।

সূত্র : আল-জাজিরা