Naya Diganta

ইউক্রেনে বিদেশী হস্তক্ষেপের বিষয়ে পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন যুদ্ধে অন্য কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরো বলেছেন, যদি ইউক্রেনে অন্য কোনো দেশের হস্তক্ষেপের কারণে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হয় তবে কার্যকর অস্ত্র ব্যবহার করা হবে। বুধবার তিনি এমন মন্তব্য করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে যদি কোনো দেশ হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিবে রাশিয়া। ওই পরিস্থিতিতে কোনে ধরনের পদক্ষেপ নিতে হবে তাও রাশিয়া নিয়ে নিয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির জনপ্রতিনিধিদের সাথে কথা বলার সময় ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে খণ্ড-বিখণ্ড করতে চায়। এ সময় তিনি অভিযোগ করেন যে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছে পশ্চিমারা।

ইউক্রেন যুদ্ধে অন্য কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যদি ইউক্রেনে বিদেশী হস্তক্ষেপের কারণে রাশিয়ার কৌশলগত নিরাপত্তা বিঘ্নিত হয় তবে দেশটি কার্যকর অস্ত্র ব্যবহার করবে।

সূত্র : আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া