Naya Diganta

‘অবশ্যই মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে হবে’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, অবশ্যই মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে হবে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, অবশ্যই মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে হবে। কারণ, ইউক্রেনের ওই শহরটির পরিস্থিতি শঙ্কাজনক এবং সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

তুর্কি যোগাযোগ অধিদফতর জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে হওয়া ফোনালাপের সময় এরদোগান দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও দু’দেশের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে আলোচনা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জোর দিয়ে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চালু করতে প্রস্তুত তুরস্ক। শান্তি আলোচনার ক্ষেত্রে তুরস্ক মধ্যস্থতা করে চায়।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড