Naya Diganta

আল-আকসা মসজিদে তাণ্ডব চালালো হাজারো ইসরাইলি ইহুদি

আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছেন ১১ শ’র বেশি ইসরাইলি ইহুদি

ফিলিস্তিনের জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছেন ১১ শ’র বেশি ইসরাইলি ইহুদি। এ সময় ইসরাইলি ইহুদিরা জোর করে আল-আকসা মসজিদে প্রবেশ করেন। বুধবার ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের ওই পবিত্র মসজিদে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন।

জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ১১৮০ জন ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে তাণ্ডব চালান। তারা আল-আকসা মসজিদে তিন ঘণ্টা অবস্থান করেছেন।

জেরুসালেমের এ ইসলামিক ওয়াকফ বিভাগই মূলত আল-আকসা মসজিদের দেখভাল করে থাকে। এ ইসলামিক ওয়াকফ বিভাগ মূলত জর্ডান সরকার পরিচালিত।

আল-আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডবের বিষয়ে প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা বলেন, ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা যখন আল-আকসা মসজিদে জোর করে প্রবেশ করছিল, তখন মুসল্লিদের মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছিল ইসরাইলি পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা আরো বলেন, ইহুদিরা আল-আকসা মসজিদে প্রবেশ করার আগে থেকেই সেখানে ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপর ইসরাইলি ইহুদিরা ওই পবিত্র মসজিদে প্রবেশ করার সময় সেখানকার মুসল্লিদের তাড়িয়ে দেয় ইসরাইলি পুলিশ।

সূত্র : ইয়েনি শাফাক