Naya Diganta

ইউক্রেনের খেরসন অঞ্চলে গ্রামবাসীদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ

রাশিয়ান সেনারা ইউক্রেনের খেরসন অঞ্চলে গ্রামবাসীদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগে উঠেছে

রাশিয়ান সেনারা ইউক্রেনের খেরসন অঞ্চলে গ্রামবাসীদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগে উঠেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বিভাগ থেকে বলা হয়েছে, ইউক্রেনের খেরসন অঞ্চলের জোলোটায়া বলকা গ্রামের লোকদের নিরাপদে সরে যেতে বাধা দিচ্ছে রুশ সেনারা। তারা খেরসন অঞ্চলের ওই গ্রামবাসীদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বলেছে, রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা (খেরসন অঞ্চলের) স্থানীয় গ্রামবাসীদের সাথে বৈঠক করেছে। ওই বৈঠকে রুশ বাহিনী জানিয়েছে যে তারা গ্রামবাসীদের নিরাপদে সরে যাওয়ার জন্য কোনো নিরাপদ করিডোরের ব্যবস্থা করবে না। গ্রামবাসীদের জন্য অন্য কোনো অঞ্চলে যাওয়া নিষিদ্ধ।

ইউক্রেনীয় সেনাবাহিনী আরো বলেছে, রুশ সেনাবাহিনী আরো জানিয়েছে যে যদি তাদের ওপর ইউক্রেনীয় সেনারা গুলি চালায় তাহলে তারা এ গ্রামে গোলাবর্ষণ করবে।

তবে সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা ইউক্রেনীয় সেনাবাহিনীর দেয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

সূত্র : আল-জাজিরা