Naya Diganta

আরো একটি মৃত্যুশূন্য দিনে নতুন শনাক্ত ৫০

আরো একটি মৃত্যুশূন্য দিনে নতুন শনাক্ত ৫০

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় নতুন শনাক্ত হয়েছেন ৫০ জন।

দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই দিন শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৩১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।
সূত্র : ইউএনবি