Naya Diganta

পশ্চিম তীরে দু’ফিলিস্তিনি নারীকে হত্যা করল ইসরাইলি সেনারা

ইসরাইলি হামলা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দু’ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। আলাদা দু’টি ঘটনায় তাদের হত্যা করা হয়। ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের বেথলেহেম শহরের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হন। ওই নারীর বয়স ৪০ বছর। ইসরাইলি সেনাদের গুলিতে ওই নারীর শরীরের গুরুত্বপূর্ণ ধমনী ছিঁড়ে যাওয়ায় এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায়র কারণে তিনি মারা যান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি বিধবা ও ছয় সন্তানের মা।

ইসরাইলি সেনারা জানিয়েছে, সন্দেহজনক আচরণের জন্য ওই নারীকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলের হুসান শহরে ওই ঘটনা ঘটে।

অপর এক ফিলিস্তিনি নারীকে হত্যার বিষয়ে ইসরাইলি পুলিশ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, হেবরন শহরের দক্ষিণে এক ফিলিস্তিনি নারী এক ইসরাইলি বর্ডার পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে সামান্য আহত করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

সূত্র : আল-জাজিরা