Naya Diganta

ওমরাহ পালন করে জীবন বদলাতে চান এই পাকিস্তানি অভিনেত্রী

ঘোমটা পরিহিতা আয়েশা (বামে) ও ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে তিনি।

খুব শিগগির-ই পবিত্র ওমরাহ পালনের ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রসিদ্ধ অভিনেত্রী আয়েশা ওমর। আগামী এক বছর মধ্যেই তিনি কাবা শরিফ জেয়ারত করতে চান।

সম্প্রতি পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে নিজের এ ইচ্ছার কথা প্রকাশ করেন আয়েশা।

অনুষ্ঠান উপস্থাপক নোমান এজাজ তাকে বেশ কিছু প্রশ্ন করেন, তার মধ্যে একটি ছিল এমন- আপনি এমন একটি স্থানের নাম বলুন, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যেখানে এখনো যেতে পারেননি?

অভিনেত্রী হাসিমুখে উত্তর দেন, ‘কাবা শরিফ’। একইসাথে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত তো যেতে পারিনি, তবে ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে ওমরাহ আদায়ের জন্য যাবো।’

তখন নোমান এজাজ প্রশ্ন করেছেন, ওমরাহ আদায়ের পর কি আপনার জীবনে কোনো বদল আসবে?

আয়েশা ওমরের সরল উত্তর, ‘অবশ্যই, তা তো জীবনযাপন পদ্ধতি বদলে দেবেই।’

আয়েশা ওমর হচ্ছেন ১৯৮১ সালে জন্ম নেয়া পাকিস্তানের একজন অভিনেত্রী। একইসাথে তিনি মডেল, গায়িকা এবং চিত্রশিল্পী। ২০১৯ সালে আয়েশা ‘তমঘা-এ-ফখর-এ-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সালের এক জরিপে দেখা যায়, তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ ১০ অভিনেত্রীদের মধ্যে একজন।

মাত্র আট বছর বয়সে আয়েশা পিটিভির ‘মেরে বাচপান কে দিন’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়ায় আসেন। আনুষ্ঠানিকভাবে অভিনয়ে পা রাখেন ৯০-এর দশকের শেষের দিকে। অভিনয় করেন পিটিভির ‘কলেজ জিন্স’ নামের একটি নাটকে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘করাচি সে লাহোর’ ছিলো আয়েশা অভিনীত প্রথম চলচ্চিত্র।

সূত্র : জিও নিউজ