Naya Diganta

ইমরান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মঙ্গলবার পর্যন্ত মুলতুবী

পাকিস্তানের সুপ্রিম কোর্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারের বিভিন্ন পদক্ষেপের বৈধতার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মঙ্গলবার পর্যন্ত মুলতুবী করা হয়েছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে ডন।

পার্লামেন্টে অনাস্থ ভোট বাতিল করে দেয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারের বিভিন্ন পদক্ষেপের বৈধতার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মঙ্গলবার পর্যন্ত মুলতুবী করা হয়েছে। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সুপ্রিম কোর্ট এখন ইমরান খানের বিরুদ্ধে অনাস্থ ভোট বাতিল করার বিষয়ে পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরির পদক্ষেপ ও প্রেসিডেন্ট আরিফ আলভির পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বৈধতা নিয়ে শুনানি শুরু করেছে।

তবে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারের বিভিন্ন পদক্ষেপের বৈধতার বিষয়ে যে শুনানি চলছে তা মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মুলতুবী করা হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল জানিয়েছিলেন, সোমবার পাকিস্তান সুপ্রিম কোর্ট ওই বিষয়গুলোতে সিদ্ধান্ত জানাবে।

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশটির সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম খান মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার ও বিচারপতি জামাল খান মান্দোখাইলের নেতৃত্বে একটি বেঞ্চ গঠন করেছে।

সূত্র : ডন