
ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৮, নিখোঁজ ১৩
- ০৩ এপ্রিল ২০২২, ২১:৪০

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে প্রবল বৃষ্টিপাতে অন্তত আটজন নিহত এবং আরো ১৩ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো টুইটারে বলেছেন, উদ্ধার কাজে সহায়তা করতে দেশটির ফেডারেল সরকার সামরিক বিমান মোতায়েন করছে।
শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অঞ্চলটিতে ৬৫৫ মিলিলিটার বৃষ্টি হয়েছে।
ব্রাজিলের গণমাধ্যম বলছে, আগামী দিনে রিও ডি জেনিরো এলাকায় আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।