Naya Diganta

পদত্যাগের শঙ্কা নাকচ করে দিলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পদত্যাগের শঙ্কা নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব।’ বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, রোববার পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হবেন তিনি। বিদেশী শক্তির সাহায্য নিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য বিরোধীদের দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খানের অভিযোগ, ‘দেশের সার্বভৌমত্ব নিয়ে কেনা-বেচা চলছে।’

এক ভারতীয় সাংবাদিকের বইয়ের উদাহরণ দিয়ে ইমরান খান বলেন, ‘ওই বইয়ে সুনির্দিষ্টভাবে লেখা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নেপালে গোপন বৈঠক করেছেন।’ এরপর ইমরানের বিরুদ্ধে পাক পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে নওয়াজের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। নওয়াজের ভাই শাহবাজ শরিফ এখন প্রধানমন্ত্রিত্ব চাচ্ছেন।

প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক ছাড়াই পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন মুলতুবি হয়ে গেছে। সরকারের প্রস্তাব মেনে ডেপুটি স্পিকার কাসিম খান সুরি রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সভা মুলতুবির কথা ঘোষণা করেন। ওই দিনই পাক পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব ঘিরে ভোটাভুটির মুখোমুখি হওয়ার কথা ঘোষণা করেছেন ইমরান খান।

তিন দিনের বিরতির পর বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছিল ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন। শুরুতেই প্রধানমন্ত্রীর সচিব পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠকের জন্য অধিবেশন মুলতুবির আবেদন জানান। ডেপুটি স্পিকার ওই আবেদন মেনে নেন। বিরোধী পক্ষ আপত্তি তুললেও তিনি তা খারিজ করে দেন। বিরোধী নেতা শাহবাজ শরিফ ইঙ্গিত দিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তারা পার্লামেন্টে প্রস্তাব আনতে পারেন।

সূত্র : ভারতীয় গণমাধ্যম