Naya Diganta

রাবির ভর্তি পরীক্ষা ২৪ জুলাই, থাকছে দ্বিতীয়বার সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

চার ইউনিটে এই পরীক্ষা চলবে ২৭ জুলাই পর্যন্ত। তবে এবারের পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে।

জানা গেছে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। এবার চারটি ইউনিটের বিপরীতে ইউনিট প্রতি ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন। আর নির্বাচিত প্রার্থীদের ১৫ জুন থেকে ২৮ জুনের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।