Naya Diganta

ইউক্রেনের বিভিন্ন সামরিক অবস্থানে রুশ হামলা, ব্যবহৃত হচ্ছে নিখুঁত ক্ষেপণাস্ত্র

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ

ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান ও অবকাঠামোতে চালানো রুশ হামলায় ব্যবহৃত হচ্ছে নিখুঁত ক্ষেপণাস্ত্র। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

রাশিয়ার রাজধানী মস্কোতে দেয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, ইউক্রেনের লভিভ শহরের জ্বালানি তেলের ডিপো ধ্বংসে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যববহার করা হয়েছে। রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বিমানঘাঁটি ও বিমান সংস্কার কেন্দ্র ধ্বংস করা হয়েছে। কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র মজুদ করার গুদামেও আক্রমণ করা হয়েছে।

কিয়েভের ওই বিমান সংস্কার কেন্দ্রে বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ ছিল। এসবের মধ্যে ছিল এস-১২৫ ও টর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া ছিল রাডার স্টেশন, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ও ট্যাঙ্কের গুলি। কিয়েভ থেকে ৩০ কি.মি. দূরের এ অস্ত্র গুদামে এস-৩০০ ও বুক (বিচ) এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, রোববার রাতে ইউক্রেনের ১৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়।

তিনি আরো বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর অবকাঠামো, নির্দেশনা কেন্দ্র ও ফ্রন্ট লাইনে মজুদ করা অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

সূত্র : ইয়েনি শাফাক