Naya Diganta

সৌদিতে আরামকোর তেল ডিপোতে হাউছিদের আক্রমণ

জেদ্দায় আরামকো কোম্পানির জ্বালানি তেলের ডিপো থেকে কালো ধোঁয়া উড়ছে

সৌদি আরবের জেদ্দায় আরামকোর জ্বালানি তেলের ডিপোতে হামলা চালিয়েছে হাউছিরা। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইয়েমেনের হাউছি যোদ্ধাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানিয়েছেন, শুক্রবার সৌদি আরবের জেদ্দায় আরামকো কোম্পানির জ্বালানি তেলের ডিপো ও বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে হাউছিরা। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে সৌদিদের অনেক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, লোহিত সাগর তীরবর্তী জেদ্দার আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছিল।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, জেদ্দায় আরামকো কোম্পানির জ্বালানি তেলের ডিপোতে হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া টুইটারে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে যে জেদ্দায় আরামকো কোম্পানির জ্বালানি তেলের ডিপো থেকে কালো ধোঁয়া উড়ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর