Naya Diganta

সৌদির আরামকো তেল কোম্পানিতে হাউছিদের হামলা!

সৌদি আরবের আরামকো কোম্পানির একটি তেল শোধনাগার

সৌদি আরবের আরামকো তেল কোম্পানির অবকাঠামোতে হামলার দাবি করেছে ইয়েমেনের হাউছিরা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

রোববার ইয়েমেনের হাউছিরা দাবি করেছে যে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে। এ বিষয়ে হাউছিদের মুখপাত্র ইয়াহিয়া শারি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির বিভিন্ন অঞ্চলে আরামকো তেল কোম্পানির বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে।

তিনি বলেন, দক্ষিণ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যে আক্রমণ করেছে হাউছিরা। এমনকি খামিস মুশাইত শহরেও হামলা করেছে হাউছি যোদ্ধারা।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হাউছিরা সৌদি আরবে আক্রমণ করেছিল। এসব ভূ-পাতিত ড্রোনের মধ্যে তিনটি সৌদি আরবের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা করতে ব্যবহৃত হয়েছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

দেখুন: