Naya Diganta

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৩ পরিবর্তন দ. আফ্রিকার

প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিং করতে হয়েছিল বাংলাদেশকে। রোববার জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস পর্বে জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

বাংলাদেশ দলে নেই কোনো পরিবর্তন। প্রথম ওয়ানডের একাদশই খেলবে আজকের ম্যাচে। মানে উইনিং কম্বিনেশন ভাঙছেন না অধিনায়ক তামিম ইকবাল। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে আছে তিনটি পরিবর্তন।

জোহানেসবার্গের উইকেট বিবেচনায় দলে ফিরেছেন স্পিনার তাবারেজ শামসি। ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও পার্নেল। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মারক্রাম, জানসেন ও পেহলুকুয়া।

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে ম্যাচে ৩৮ রানের দারুণ জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সিরিজ জিতবে টাইগাররা। তবে সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টেম্বা বাভুমা শিবির।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।