Naya Diganta

গাজা আক্রমণ করতে প্রস্তুত ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি

ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি দাবি করেছেন, ইসরাইলি সেনারা এখন আগের চেয়েও কার্যকরভাবে গাাজা ও অন্যান্য ফিলিস্তিনি শহরে অভিযান চালাতে পারবেন। ২০০২ সালের জেনিন অভিযানের চেয়েও সফল হবে এসব অভিযান। রোববার আরব-৪৮ এমন সংবাদ প্রকাশ করেছে।

ইসরাইলের কান-১১ তাদের প্রতিবেদনে জানিয়েছে, জেনিন অভিযানের দু’দশক পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেছেন ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি। ২০০২ সালে জেনিন ও অন্যান্য ফিলিস্তিনি শহরে দ্বিতীয় ইন্তিফাদা দমনের জন্য ওই সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল।

ওই সময় ইন্তিফাদা দমনের চেষ্টা করে ব্যর্থ হয় ইসরাইলি সেনাবাহিনী। কিন্তু, তখন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট অনেক ঘটনা ঘটে। এরপর ওই সময়কার ইসরাইলি প্রধানমন্ত্রী (মৃত) এরিয়েল শ্যারন আদেশ দেন অবৈধ দেয়াল নির্মাণ করে ফিলিস্তিনিদের ঘেরাও করে ফেলতে।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি বলেন, ২০০২ সালের জেনিন অভিযানে যেমন যোগাযোগ, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করা হয়েছিল তেমনি ২০২২ সালে গাজায়ও তা করা হবে। তবে তা আরো দক্ষতার সাথে করা হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর