Naya Diganta

ইরাকে ‘ইসরাইলি ঘাঁটি’ লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা

ইরাকের ইরবিলে মার্কিন কনস্যুলেটে মিসাইল হামলায় বিধ্বস্ত ভবন

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে মিসাইল হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার আইআরজিসির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ইরবিলে ‘ইসরাইলি কৌশলগত ঘাঁটি’ লক্ষ্য করে শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে ইসরাইলিদের সিরিয়ায় আইআরজিসির দুই সদস্যকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, এই ধরনের হামলা আবার হলে ইসরাইলকে ‘কঠিন, সুনির্দিষ্ট ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার’ মুখোমুখি হতে হবে।

বিবৃতিতে জানানো হয়, ইরানের নাগরিকদের নিরাপত্তা ইরানি সামরিক বাহিনীর জন্য ‘স্পর্শকাতর সীমারেখা’।

এর আগে রোববার ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার রাতে ইরবিলে ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তত ১২টি মিসাইল ‘পূর্ব দিক থেকে’ ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে আঘাত হানে।

হামলায় কেউ নিহত না হলেও কনস্যুলেটের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজিমি এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘এই হামলার বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী তদন্ত করবে। আমাদের শহরগুলোর নিরাপত্তা ও জনগণের কল্যাণকে লক্ষ্য করে যে হামলা হবে আমরা তা প্রতিরোধ করবো।’

সূত্র : আনাদোলু এজেন্সি