Naya Diganta

করোনামুক্ত জি এম কাদের

করোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। গতকাল শুক্রবার সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তার।
চলমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গত ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ নমুনা দিলে করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুুধ গ্রহণ করেছেন। সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।