
বরিশালের কীর্তনখোলা নদীতে যুবকের লাশ
- ২৬ জানুয়ারি ২০২২, ২১:৩৩

বরিশালে কীর্তনখোলা নদী থেকে যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়েছে।
বরিশাল নৌথানার ডিউটি অফিসার এসআই আশরাফ বলেন, সকালে বরিশাল নগরী সংলগ্ন রসুলপুর এলাকায় স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। লাশটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা দেয়া হয়েছে।