Naya Diganta

নাগিন থেকে অপু এখন পুষ্পা

নাগিন থেকে অপু এখন পুষ্পা

উইকেট পেলেই দুই হাত মাথার উপরে সাপের মতো ফনা তুলে উদযাপন করতেন তিনি। সঙ্গে ড্যান্স। সব মিলিয়ে স্পিনার নাজমুল ইসলাম অপুর সেই উইকেট উদযাপনের নাম হয়ে গিয়েছিল নাগিন ড্যান্স। চলমান বিপিএলে সিলেট সানরাইজার্সের খেলছেন নাজমুল। এবার দেখা যাচ্ছে না নাগিন ড্যান্স। তার বদলে এসেছে কেরালা মুভির পুষ্পার বিখ্যাত সেই অঙ্গভঙ্গি।

এমন উদযাপন মঙ্গলবারও দেখা গেল মিরপুরে। ঢাকাকে সাত উইকেটে হারিয়েছে সিলেট। চার উইকেট নিয়ে ম্যাচের মধ্যমনি নাজমুল ইসলাম অপু। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে মঞ্চে সেই উদযাপন করে দেখালেন তিনি। জানালেন, এই উদযাপনের হেতু।

হালের জনপ্রিয় চলচ্চিত্র পুষ্পাঃ দ্য রাইজে নায়ক আল্লু অর্জুনের মত চ্যালেঞ্জ নিয়েই এই উদযাপন করেন অপু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুষ্পা মুভিটা দেখেছি। তো সেখানে ও (আল্লু) সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। তাই নাগিনের সাথে এটা অ্যাড করে দিয়েছি।’

গেল এনসিএলে বল হাতে বেশ ভালো করেছিলেন অপু। সেই ফর্ম বিপিএলেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে খুশি সিলেটের এই স্পিনার। তিনি বলেন, ‘অনুভূতি তো খুব ভালো। এবারের এনসিএলেও আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। সেখান থেকেই ভালো কনফিডেন্স ছিল। আল্লাহ্র রহমতে অনুশীলনগুলো কাজে লেগেছে। আমি চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করতে। এতে এসেছে সাফল্য।’