Naya Diganta

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া!

নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া

চমকে দিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিলেন তারা।

শুক্রবার এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। ইনস্টাগ্রামে জানিয়েছেন, আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি আমরা সারোগেসির মাধ্যমে একটি সন্তান নিয়েছি। এই বিশেষ সময়টুকু আমরা নিজেদের সাথেই কাটাতে চাই, পরিবারকে সময় দিতে চাই। আমাদের সেই প্রাইভেসি দেয়া হোক। অনেক ধন্যবাদ।

২০১৮ সালে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন পপ তারকা নিক জোনাসকে। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে সোশ্যাল মিডিয়া মশগুল। কখনো তাদের মাখোমাখো প্রেমের ছবি ভাইরাল হয় তো কখনো শোরগোল ফেলে দেয় বিচ্ছেদ গুঞ্জন।

কিছু দিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নামের সাথে জোনাহ পদবি সরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন অনেকেই বলতে থাকেন তবে কি নিক-প্রিয়াঙ্কার সাধের সংসারে অশান্তি শুরু হলো? তবে কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন দুজন?

তবে সেসব জল্পনা প্রিয়াঙ্কা নিজেই উড়িয়ে দিয়েছেন বারবার। শুক্রবার যে খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন নতুন অতিথির খবর। এমন সুখবরে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও।