Naya Diganta

দিনাজপুরে ব্রিটিশ সৈনিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

মৃত ব্রিটিশ সৈনিকদের পরিবারকে সশস্ত্রবাহিনী বোর্ডের অনুদান প্রদান

দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকাস্থ জেলা সশস্ত্রবাহিনী বোর্ড দিনাজপুর কার্যালয়ে ব্রিটিশ সৈনিকদের বিধবা স্ত্রীর মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা সশস্ত্রবাহিনী বোর্ড দিনাজপুরের ভারপ্রাপ্ত সচিব সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: হারুন-উর-রশিদ (অব:) ওই ব্রিটিশ সৈনিকদের পাঁচজন বিধবা স্ত্রীর হাতে আর্থিক অনুদান তুলে দেন। রয়েল কমনওয়েলর্থ এক্স সার্ভিসেস লীগের (আরসিইএল) অর্থায়নে এবং বাংলাদেশ সশস্ত্রবাহিনী বোর্ডের (বিএএসবি) সার্বিক ব্যবস্থাপনায় জেলা সশস্ত্রবাহিনী বোর্ড (ডিএএসবি) দিনাজপুরের দায়িত্বপূর্ণ এলাকায় (দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়) বসবাসরত মৃত ব্রিটিশ সৈনিকদের বিধবা স্ত্রীদের পাঁচজনের মধ্যে প্রতিজনকে ১৬০৬৭.০৪ টাকা করে মোট ৮০,৩৩৫.২০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ সময় জেলা সশস্ত্রবাহিনী বোর্ড দিনাজপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।