Naya Diganta

চট্টগ্রামে সেভেন রিংস সিমেন্টের ‘ডিউরেবল কংক্রিট ফর সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক সেমিনার

সেভেন রিংস সিমেন্টের সেমিনারে অংশগ্রহণকারীরা


সম্প্রতি চট্টগ্রামে সেভেন রিংস সিমেন্ট ‘ডিউরেবল কংক্রিট ফর সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর জি এম সাদিকুল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি ছিলেন সেভেন রিংস সিমেন্টের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাইফ রহমান, ডিরেক্টর, শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশন্স এবং জনাব নান্টু কুমার দে, চিফ টেকনিক্যাল অফিসার, সেভেন রিংস সিমেন্ট। সেমিনারটি পরিচালনা করেন এ বি এম ইফতেখার আলম সিদ্দিকী, জেনারেল ম্যানেজার, মার্কেটিং সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শুন শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, জেনারেল ম্যানেজার-প্ল্যান্ট, শুন শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সরকারের প্রকৌশল অধিদফতর, টার্ন কী প্রকল্প, করপোরেট এবং অন্যান্য বেসরকারি খাতের প্রকৌশালীরা। বিজ্ঞপ্তি।