Naya Diganta

বর্তমান আজাব-গজব আমাদেরই কর্মের ফল : হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার বলেছেন, বর্তমানে যেদিকে তাকাই সেদিকেই দেখি আজাব আর গজব আসছে। এসব আজাব ও গজব আমাদেরই কর্মের ফল। আমরা মুসলমান, আমাদেরকে কুরআন, রাসুল সা:, হায়াত-মউত, রিজিক, ধন-দৌলতের প্রতি বিশ্বাস রাখতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত করোনাক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।