Naya Diganta

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, চার লাখ টাকার ক্ষতি

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, চার লাখ টাকার ক্ষতি

পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ঝটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রামের আবু চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, এতে মালামাল ও ঘরসহ চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে। বসতঘরে আগুনে পুড়ে যাওয়ার সময়ে ঘরের ভেতরে কেউ ছিল না। বসতঘরে আগুন লেগেছে দেখে স্থানীয়রা মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সেপেক্টর মো: ফারুক হোসাইন জানান, উপজেলার অগ্নিকাণ্ডের খবর পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। ঝাটিবুনিয়া গ্রামের আবু চৌকিদার পরিবার-পরিজন নিয়ে গত এক সপ্তাহ আগে বেড়াতে যান। ঘরে বিদ্যুতের লাইনও ছিল না। আগুন লেগেছে ঘরের পেছন দিক থেকে। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।