
মানবাতঙ্ক
- ১৪ জানুয়ারি ২০২২, ০০:০০

আমার ভেতরে এখন এতটাই মানবাতঙ্ক,
যে যখন তখন কেঁপে উঠছে
আমার খাট-পালঙ্ক!
ইদানীং মানবাতঙ্কে রাতে
আদৌ ঘুমাতে পারি না।
হিংস্র হায়েনা থেকে নিরাপদে থাকা যায়
সকল হিংস্র প্রাণী থেকেও দূরে থাকা যায়
কিন্তু হিংস্র মানুষ থেকে পালিয়ে
আশ্রয় নেওয়া যায় কোথায়?
বোধসম্পন্নরা জানে,
দ্বিপদ হিংস্রতার কাছে
চতুষ্পদ হিংস্রতাও হার মানে!
মানুষ, মানুষ বলে তোমরা যে চিৎকার করো,
আসলে মানুষ কোথায়?
আমি তো দেখি তিন ভাগ
ভরা কার্তিকের বীভৎস সারমেয়,
আর এক ভাগ মানুষ।
তুমিই বলো,
উতল কার্তিকের হিংস্র সারমেয়কে
মানুষ বলে কেউ?
দোহাই সারমেয়কে মানুষ ভেবে
মানুষকে আর করো না হেয়!