Naya Diganta

মুসলিম প্রতিবেশীর আচরণে মুগ্ধ ফরাসি মা-মেয়ের ইসলাম গ্রহণ

মুসলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন তুরস্কে বাস করা এক ফরাসি মা ও তার মেয়ে। শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন শহরের এক মসজিদে তারা ইসলাম গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মা-মেয়ে দুইজন হিজাব পরা অবস্থায় মসজিদের ইমামের সামনে বসে কালেমা শাহাদাত পাঠ করছেন।

কালেমা শাহাদাত পাঠ করানোর আগে মসজিদের ইমাম তাদেরকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দেন। সাথে থাকা একজন দোভাষী ফরাসিতে ইমামের বক্তব্য তাদের কাছে অনুবাদ করে দেন। বেশ কয়েকজন মুসল্লি তাদের ইসলাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন।

ইমাম ও উপস্থিত মুসল্লিদের সহায়তায় ফরাসি মা ও মেয়ে একাধিকবার কালেমা শাহাদাত উচ্চারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ইসলাম গ্রহণের ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা মুবাশির