Naya Diganta

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনের প্রাণহানি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা নামাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজিব (২১) নামে এক বিদ্যুৎকর্মীর এবং উসমান ওরফে রামিম (১২) নামে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে । রোববার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎকর্মী রসুলপুর ইউনিয়নের ভরভরা নামাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আর স্কুলছাত্র উছমান ওরফে রামিম একই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা নামাপাড়া গ্রামের কাইয়ুম মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইনের তার মাটিতে নামিয়ে কাজ করছিলেন একই এলাকার ইলেকট্রিশিয়ান রাজিব। এ সময় পাশে অবস্থান করছিল স্কুলছাত্র উছমান। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে তারা পাশের পুকুরে
ছিটকে পড়ে যায়। পরে খোঁজ পেয়ে বাড়ির লোকজন দুজনকে মৃত অবস্থায় পুকুরে পানি থেকে উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিদ‍্যুৎস্পৃষ্টদের পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে মানবিক কারণে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।