Naya Diganta

বাসচাপায় বাবা-ছেলে নিহত

বাসচাপায় বাবা-ছেলে নিহত

রাজশাহীর গোদাগাড়ী বিজয়নগর বাসলিতলায় বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু মিয়া (৩৫) ও তার ছেলে মোঃ আব্দুল্লাহ আল আলিফ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাটের স্থায়ী বাসিন্দা। তবে চাকরির সুবাদে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন। সকালে মোটরসাইকেলে তিনি তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এছাড়াও তার এনজিও অফিসের সহকর্মীরা এসেছেন। তবে তার আত্মীয়-স্বজনেরা এখনো আসতে পারেননি। তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।