Naya Diganta

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ এ আয়োজন করে।

আলোচনা সভায় পরিষদের সভাপতি অধ্যাপক ড.  তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানূর রহমান,  অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, অধ্যাপক ড.নজিবুল হক, অধ্যাপক ড. মহিব্বুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. নূরুননাহার, অধ্যাপক ড. এবি এম জাকির, অধ্যাপক ড. রাশেদুজ্জামান ও অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক। সভা সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.  ইদ্রিস আলী।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন  যাবত খালেদা জিয়া অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হলেও সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। আমরা তার যথাযথ চিকিৎসার দাবি জানাই।

পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া করা হয়।