Naya Diganta

লাইগার

লাইগার

ছোট্ট বন্ধুরা,
তোমরা সিংহ ও বাঘের কথা শুনেছ। কেউ কেউ হয়তো দেখেও থাকবে, তাই না? লাইগার দেখেছ কি? কেউ কেউ হয়তো ছবির বইয়ে অথবা টেলিভিশনের পর্দায় দেখে থাকবে। লাইগার কী? সিংহ বাবা আর বাঘিনী মায়ের বাচ্চা হচ্ছে লাইগার। বলতে পারো, এটি একটি সংকর প্রাণী। এ প্রাণী বাংলাদেশে নেই। রাশিয়ার সাইবেরিয়ায় লাইগার আছে। এবার ছবি দেখো এবং মজা করো।