
রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
- ৩০ নভেম্বর ২০২১, ১৭:০৪
গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ শামছ জগলুল হোসেন আদালতে এ অভিযোগপত্র গ্রহণ করেন। একই সাথে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
আজ আসামি মাদানীকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।
র্যাব গত ৮ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোণায় তার গ্রামের বাড়ি থেকে আটক করে এবং বাদি হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে।