Naya Diganta

হেফাজত মহাসচিবের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক


হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, নূরুল ইসলাম জিহাদী ছিলেন বর্তমান সময়ের ইসলামী দিকনির্দেশনা দানের একজন অগ্রদূত। তার মৃত্যুতে ইসলামী সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। উল্লেখ্য, গতকাল সোমবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকার খিলগাঁওয়ে বাবার প্রতিষ্ঠা করা আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।