Naya Diganta

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল রাতে বায়তুল মোকাররমে আল্লামা নূরুল ইসলাম জিহাদীর নামাজে জানাজার আগে হেফাজতের নায়েবে আমির ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এ ঘোষণা দেন।
হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি জানান, গতকাল ঢাকার একটি মাদরাসায় তাৎক্ষণিক বৈঠকে বসেন হেফাজত নেতারা। সেখানে সবার সম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বেও রয়েছেন তিনি।
মুহিউদ্দিন রাব্বানি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূন্যপদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শূরা কমিটির বৈঠক করে এ সিদ্ধান্ত নিই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান। হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।