Naya Diganta

নিঃশব্দ আহামদ

চলো, মরে যাইÑ নাই হয়ে আসে সম্মুখ,
পাতাদের নিবিড় পতনে শুনি মৃত্যু গানÑ
এভাবেই যেতে হয়, নিঃশব্দেÑ
যেন শুনতে না পায় কেউÑ
অথবা শোনাতে চাই না যেন,
বাড়ুক শোক স্তুতিতে আরো মানুষ,
নিজের মানুষ কে বা কারা ছিলÑ থাকতে নেই কারো,
আমিও যে কখনো আমার পারি নি হতে;
কেবল মুহুর্মুহু যন্ত্রণায় লিখে রেখেছি গমনের নাম।