Naya Diganta

আমার দেশে

আমার দেশে পাখপাখালি মিষ্টি সুরে ডাকে
সবুজ শোভা ইলিক ঝিলিক খোকন ছবি আঁকে।
আমার দেশে নীল আকাশে রঙিন হাসে আলো
শাপলা শালুক দীঘির জলে দূর হয় যে কালো।

আমার দেশে ধানের ক্ষেতে দুলছে পাকা ধান
ইষ্টি কুটুম মিষ্টি কুটুম রাঙা খুশির বান।
আমার দেশে রাখাল মাঠে বাজায় বাঁশি সুখে
সরল বধূর কলসি কাঁখে লাজুক হাসি মুখে।

আমার দেশে শিশির ঝরে নরম সবুজ ঘাসে
মনটা জুড়ে কতই দোলা স্বপ্ন মধুর ভাসে।