Naya Diganta

হেমন্ত দিনে

কাস্তে হাতে চাষি
মুখে বেজায় হাসি
ধান পেকেছে মাঠটি জুড়ে
নাও ভিড়েছে ঘাটটি জুড়ে
সোনা রংয়ে ধানের ছড়া
স্বপ্ন রাশি রাশি।

উঠোন জুড়ে ধানের পাড়া
সোনার ছড়াছড়ি,
ধান মাড়াতে কৃষাণীদের
ব্যস্ত তড়িঘড়ি।

কতক শিশুর দলে
মেতেই কোলাহলে
খড়ের গাদায় লাফালাফি
ঝাঁপাঝাঁপির পর
খোশ হলে অন্তর
হ্যারিকেনের নিয়ন আলোয়
পড়তে বসে বই,
ফের সকালে শুরু হবে
হৈমন্তী হইচই।